কাঙ্ক্ষিত মানের জনশক্তি ছাড়া বিপ্লব সাধিত হয় না- মোহাম্মদ আবদুল জব্বার
- আপডেটঃ ০৪:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 116
কাঙ্ক্ষিত মানের জনশক্তি ছাড়া বিপ্লব সাধিত হয় না- মোহাম্মদ আবদুল জব্বার
১৯ এপ্রিল (শুক্রবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
তিনি তার বক্তব্যে বলেন, যদি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েম করতে হয় তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন হবে যোগ্যতা সম্পন্ন জন শক্তির। কারণ কাঙ্ক্ষিত মানের জনশক্তি ছাড়া কখনোই কোন বিপ্লব সাধিত হতে পারে না। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের হতে হবে ধৈর্যশীল, তাকওয়াবান, আমানতদারি, প্রজ্ঞাসম্পন্ন ও দাওয়াতি কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার মন মানসিকতা।
কাঙ্ক্ষিত মানের জনশক্তি ছাড়া বিপ্লব সাধিত হয় না- মোহাম্মদ আবদুল জব্বার
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ১৯ তারিখ থেকে যে দাওয়াতি পক্ষের ঘোষণা দিয়েছেন, আমাদের কর্মীদের প্রতিটা ঘরে ঘরে জামায়াতের এ সুমহান কোরানের দাওয়াত পৌঁছে দিতে হবে। দাওয়াতের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হা-মীম আস সাজদাহতেহ বলেন, “ওই ব্যক্তিই সর্বোত্তম মানুষ, যে অন্য মানুষদেরকে আল্লাহর পথে আহবান করে, কল্যাণের দিকে আহবান করে।” অতএব আসুন আমরা সকলেই ইসলামের এই সুমহান দাওয়াত প্রতিটি জনে জনে পৌঁছে দিয়ে আমাদের এই মহান দায়িত্ব পালন করি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর তারবিয়াত সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আলোচনা পেশ করেন মহানগরীর সম্মানিত নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, নগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জামাল হোসাইন প্রমূখ।