ভিজিএফ’র সেই জব্দকৃত চাল বিতরণ করলেন ইউএনও
- আপডেট সময় : ১০:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
ভিজিএফ’র সেই জব্দকৃত চাল বিতরণ করলেন ইউএনও
ভিজিএফ’র জব্দকৃত চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করলেন ইউএনও। বুধবার বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বাড়িতে এ চাল বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ২৯ জুন (শনিবার) জেলেদের অনুরোধে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভিজিএফ’র চাল বিতরণের উদ্দেশ্যে মজুদ করা হয়। ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যত্র চাল মজুদের বিষয়টি ইউএনও জানতে পেরে ওইদিন রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে এসে চাল জব্দ করে সীলগালা করেন ইউএনও। এবিষয়ে ৩০ জুন বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে পরিষদ ছাড়া অন্যত্র চাল মজুদ করার অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। ৩ জুলাই (বুধবার) আদালতের নির্দেশে জব্দকৃত চাল বিতরণ করেছেন ইউএনও।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ বাংলার শিরোনামকে জানান, চাল পচনশীল বস্তু হওয়ায় আদালতের নির্দেশে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।