মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে । আজ বুধবার ১২ই অক্টোবর সকালে আনারস মার্কার প্রার্থীর পক্ষে বাউফল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে উপজেলা আ.লীগের আয়োজনে বাউফল উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীর, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান , আনারস মার্কার প্রার্থী খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমদ মৃধা দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া , পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন , উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নুশু, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার,কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, চন্দ্রদীব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা, সদস্য প্রার্থী অটোরিকশা মার্কা শাজাহান সিরাজ, সংরক্ষিত সদস্য দোয়াত কলম মার্কার প্রার্থী কামরুন নাহার জেসমিন সহ আরো অনেকে । এসময় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যসহ উপজেলা পরিষদের ২০৮ জন ভোটারের মধ্যে ১৬০ জন উপস্থিত ছিলেন। এসময় বাউফল উপজেলা ২০৮ আনারস ভোটের শতভাগ ভোট খলিলুর রহমান মোহকে দেওয়া অঙ্গীকার ব্যক্ত করেন জনপ্রতিনিধি ভোটাররা।