বাউফলে জেল হত্যা দিবস পালন
- আপডেটঃ ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / 137
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন জেল হত্যা দিবস পালন করেছে।
৩ নভেম্বর (শুক্রবার) সকালে নানান কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা।
পরে জাতীয় চার নেতা স্মরণে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলম মিয়ার সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাউফল আসনের সংসদ সদস্য, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি।
উক্ত আলোচনায় আরও অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনার্থে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।