টাইগারদের হারিয়ে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
টাইগারদের হারিয়ে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্র
মর্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যেন লজ্জার সাগরে ডুবে গেলেন টাইগাররা। কারন যুুক্তরাষ্ট্র আন্তর্জাতিক টুর্নামেন্ট এই পর্যন্ত খেলেনি। বলতে গেলে ক্রিকেটে এক্কেবারে নবাগত একটি দল যুক্তরাষ্ট্র। তাই মর্কিন যুুক্তরাষ্ট্র যে ক্রিকেট খেলে এটা প্রায় বাংলাদেশি জানেন না। তারা বিশ্বকাপ আয়োজনের কারণে এবার খেলার সুযোগ পেয়েছে। আর সুযোগ পেয়েই তারা বাংলাদেশকে লজ্জায় সাগরে ডুবিয়ে ইতিহাস রচনা করল।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ভালো শুরু করেও দলের ৩৪ রানে পরপর আউট হন। লিটন ১৫ বলে দুই ছক্কার শটে ১৪ রান করেন। সৌম্য খেলেন ১৩ বলে তিন চারের শটে ২০ রানের ইনিংস। অধিনায়ক নাজমুল শান্ত ব্যর্থ হন। তিনি ১১ বল খেলে মাত্র ৩ রান যোগ করেন। এরপর সাকিব ৬ রান করে ফিরলে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
টাইগারদের হারিয়ে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্র
সেই বিপদ থেকে রক্ষা পায় তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ‘র ৬৭ রানের জুটি গড়ার কারণে। মাহমুদউল্লাহ ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন এবং হৃদয় ৪৭ বল খেলে ৫৮ রান করে ইনিংসের শেষ বলে আউট হন।
বাউফল উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী মোশারেফ হোসেন খান