জরুরী নোটিশঃ
রাঙ্গাবালীতে যাত্রীবাহী ট্রলার ডুবে ২ জন নিখোঁজ

মোঃ রাকিবুল হাসান
- আপডেট সময় : ১১:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ৯৭৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে ২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলারডুবিতে দুজন নিখোঁজ রয়েছে। আর দুজন যাত্রী সাতার কেটে কিনারে এসে উঠেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
সাঁতার কেটে কিনারে আসা দুই যাত্রী জানান, বন্ধু পরিবহন নামের লঞ্চটি শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা ট্রলার ঘাট ছেড়ে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বুড়া গৌরাঙ্গ নদীর তিন মোহনায় গিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিল।
ট্রলারটিতে অতিরিক্ত মালামাল লোড করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বন্ধু পরিবহন ট্রলারটি গলাচিপা টু চর আন্ডা অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রী ও মালামাল পরিবহন করতো। ট্রলারের মালিক ব্যবসায়ী দীপঙ্কর সাহা।