ডাঃ আবদুল খালেক বিশ্বাস,র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আবদুল খালেক বিশ্বাস,র ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (০১ মে ) নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান। দোয়া ও মাহফিলে বক্তব্য রাখেন প্রয়াত এর ছেলে বরগুনা জেলা দায়রা জজ আনিসুর রহমান, উইং কমান্ডার মশিউর রহমান লাবলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন বিশ্বাস, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বড় বাইজদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহদ
হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা , কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এ্যাডঃ নুরুল হক বাচ্চু , পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল কবির নিশাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর বর চৌকিদার , ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম নাসির উদ্দীন ,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরাদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার হোসেন মৃধা, নওমালা আঃ রশিদ খান ডিগ্রি কলেজর অধ্যক্ষ আবদুল মালেক মোল্লা, নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব পঞ্চায়েত সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় প্রয়াত চেয়ারম্যানের ও আওয়ামী লীগের নেতার স্মৃতিচারণ করেন।

দোয়া পরিচালনা করেন পশ্চিম নওমালা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মোসারফ হোসেন ।

এসময় নওমালা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান