বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন আ স ম ফিরোজ
- আপডেটঃ ০৩:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / 499
বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন আ স ম ফিরোজ
পটুয়াখালী ২ আসনের সাংসদ আ স ম ফিরোজ কর্তৃক ১৫০ টি অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৫০ টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করেন।
বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন আ স ম ফিরোজ
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস, সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যগন ।