বাংলার শিরোনাম:
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুর ক্ষেতে বিমানটি আছড়ে পড়ে। যান্ত্রিক ক্রুটির কারণে আজ মঙ্গলবার আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে ( এস টি এ জি জি) প্রশিক্ষণ বিমানটি জরুরী অবতরণের সময় আচড়ে পড়ে।
এ সময় বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। পাইলট ক্যাপ্টেন মাহফুজুর রহমান ও প্রশিক্ষণার্থী নাহিদ এরশাদ কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত দুজনেই নিরাপদে আছেন। চেসনা-১৫২ মডেলের এই বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙ্গে গিয়ে উল্টে যায় বলে দমকল কর্মীরা জানিয়েছেন।