রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
- আপডেটঃ ০২:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / 187
রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
গতকাল ১৯ রমাদান ৩০ মার্চ (শুক্রবার) নারায়ণগঞ্জ উত্তর থানা ১১ নং ওয়ার্ড তল্লা প্রাইমারী স্কুল ইউনিট জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী রফিক ইব্রাহীম বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা জরুরী।
তিনি আরও বলেন , রমজানের মর্যাদা কোরআন নাজিলের মাধ্যমে। এ মাসে কোরআন নাজিল হয়েছিল। সর্বদা কোরআন পড়তে হবে এবং অন্তরে ধারণ করা আবশ্যক। সুতরাং কোরআনকে জানতে, বুঝতে এবং তদঅনুযায়ী আমল করতে হবে। তোমাদের উপর সিয়াম (রোজা ) ফরজ করা হয়েছে। রমজানের তাৎপর্য অনেক। তন্মধ্যে মুত্তাকী হওয়ার আহবান জানানো হয়েছে। আল্লাহর ভয়কে নিজের উপর ধারণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইন্জিনিয়ার সেলিম সরকার বলেন , এই রমজান মাসে কবরের আজাব মাপ হয়, শয়তানকে বেধে রাখা হয়।তারপরও বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাবি পড়তে বাধা দেওয়া হচ্ছে এবং ইফতার করতে দেওয়া হচ্ছে না
সমাজটা নষ্ট হয়ে গেছে , তাকওয়া নাই। তারাবি নামাজে তারতিলের সহিত সূরা পড়ানো উচিত।
ওয়ার্ড সভাপতি মোঃ খোরশেদ আলম বলেন , রমজান আসে আবার চলেও যায়। কোরআন পড়ি এবং শুনি কিন্তু আমল করিনা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। আমাদের মা-বোনদের বেহায়াপনা কমছেনা। সমাজের মধ্যে সুদ ঘুষ চলছে। নামাজ রোজা সবই করছি কিন্তু ঘুষও খাচ্ছি। আল্লাহকে না দেখে ইমান আনতে হবে এবং তকদীরের প্রতি ইমান আনতে হবে। পরিবার , সমাজ তথা রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালাতে হবে।
রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ উত্তর থানার সেক্রেটারি আঃ রহিম বলেন , প্রত্যেক নবীর উপর রোজা এবং নামাজ ছিলো। আল্লাহ অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে রেখেছেন। আবার নিজ কর্মের ফলাফলের সুযোগও দিয়েছেন। আমরা আসলে খাদের কিনারায় আছি। ভারতীয়রা হিন্দি ভাষা শিখাচ্ছে। রাস্তা ঘাটে মেয়েরা সিগারেট খাচ্ছে। আমাদেরকে সোচ্চার হতে হবে।
সহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন রোস্তম মোল্লা , এমদাদ হোসেন , আবুল কাশেম , আমজাদ হোসেন, মোঃ ফালু মিয়া সহ আরও অনেকে।