বাউফলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৫
- আপডেট সময় : ০৪:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে
বাউফলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৫
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে প্রতিপক্ষের জমিতে হাঁস প্রবেশের ঘটনার জেরে লাগা সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৫জন আহত হয়েছেন।
২জুলাই (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়ন এর খেজুরবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত এইচএসসি পরীক্ষার্থীর নাম মোঃ সাইফুল ইসলাম (১৮)। তিনি খাজুরবাড়ীয়া গ্রামের আতাহার হাওলাদারের ছেলে। তিনি এবার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আতাহার হাওলাদারের স্ত্রী ফাতিমা বেগমের পালিত পাতিহাঁস প্রতিপক্ষ মোঃ হানিফ হাওলাদারের জমিতে প্রবেশ করলে মোঃ হানিফ হাওলাদার তার ৩ পুত্র মোঃ আল আমিন, কাওসার ও মোঃ সামসুকে নিয়ে মোসাঃ ফাতিমা বেগম এবং তার এইচএসসি পরীক্ষার্থী সন্তান সাইফুল ও মেয়ে খালেদা বেগমের উপর হামলা করে তাদেরকে গুরুতর জখম করে। আহত ফাতিমা বেগম, খালেদা বেগম, নাজমা বেগম বর্তমানে বাউফল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বাউফলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৫
এইচএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা শেষে আহত অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রতিপক্ষ হানিফ হাওলাদার গংয়ের দাবি দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়েছে , উভয় পক্ষের মারামারিতে তাদের পক্ষের সাহিদা বেগম ও কাউসার হাওলাদার আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত আবস্হায় রয়েছেন ।
এব্যাপারে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন সংঘর্ষের ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
One thought on “বাউফলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৫”