বন্দর কলাবাগে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি, আহত ৩
- আপডেটঃ ০৬:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / 173
বন্দর কলাবাগে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল ১২ জানুয়ারি শুক্রবার জুম্মা শেষে বন্দর, দক্ষিণ কলাবাগ, খালপাড় এলাকায় ব্যাড মিন্টন খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি আহত ৩ জন।
এবিষয়ে আহত পরিবারের বড় ছেলে শাকিল বাদী হয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করে বলেন আমার ভাই কোন আপে লাপে নাই কয়েকদিন আগের ব্যাড মিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়া সেই শত্রুতায় আমার ছোট ভাই তুহিনকে চাপাতি দিয়ে কোপ দেয় নুরবাগ থেকে ভাড়াকরা একদল সন্ত্রাসী বাহিনী। এসময় আমার বাবা বাঁধা দিলে ঘর বাড়ি এলোপাতাড়ি কুপিয়ে আমার ছোট ভাই তুহিনকে মারাত্মক ভাবে যখম করে সেই সময় ঘরে থাকা আমার মা ও গুরুতর আহত হয়।
এসময় ডাক চিৎকার শোনে আশেপাশে লোকজন এগিয়ে আসলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান গুরুত্বর আহত তুহিন জানান আকস্মিক ভাবে জসিম মিয়ার দুই ছেলে শুভ(২৫) সাজিদ(২০) নেতৃত্বে নুর বাগের একদল সন্ত্রাসী বাহিনী এসে আমার উপর আক্রমণ চালায় তারপর আমি অজ্ঞান হয়ে যাই।
আহত তুহিবের বাবা নুর উদ্দিন জানান কিশোর গ্যাং দিন দিন বেড়েই চলেছে আজ আমাকে মেরেছে কাল অন্য কাউকে মারবে কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান এবিষয়ে উদাসহীন কোন ভ্রূক্ষেপ নেই।
বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম মোস্তফাকে কল দিলে তিনি বলেন আমি বিষয়টি আমার অবগত নেই আমি ছুটিতে তবে বিষয়টি আমি খতিয়ে দেখবো।