মোঃ রাকিবুল হাসান, (দুমকি থেকে) -প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে মোসা: রিমা আক্তার (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গাঁজা সহ গ্রেফতার করেছে দুমকি থানার পুলিশ।
সূত্রে জানা গেছে, শনিবার ৬ মে রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিন হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার আঠার গাছিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। তার স্বামীর নাম মোঃ মিজান সিকদার।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামি স্বামী- স্ত্রী উভয়েই মাদক ব্যবসার সাথে জড়িত।