স্বপ্নসিঁড়ি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে দুমকিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

- আপডেটঃ ০৯:২১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / 182

স্বপ্নসিঁড়ি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে দুমকিতে বিনামূল্যে চিকিৎসা সেবা।
মোঃ রাকিবুল হাসান, দুমকি(উপজেলা) প্রতিনিধি:- দুমকির মুরাদিয়া স্বপ্নসিঁড়ি সোসাইটি ক্লাবের উদ্যোগে ২দিনব্যাপী স্বপ্নসিঁড়ি মেডিকেল ক্যাম্প সেবা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় আজিজ আহমেদ কলেজে মো: কামরুল হাসান সাগর( সিআইপি) এর সার্বিক সহযোগিতায়, বরিশাল ডিডাব্লিউ এফ নার্সিং কলেজের ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা দানের মধ্য দিয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।
দুমকিতে বিনামূল্যে চিকিৎসা
সেবা সমূহের মধ্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, মেডিসিন, শিশুরোগ, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, নাক কান গলা ও দন্ত চিকিৎসা। চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। স্বপ্নসিঁড়ি সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, স্বপ্নসিঁড়ি সোসাইটির ৯২ জন সদস্যের উদ্যোগে এবং কামরুল হাসান সাগর( ভিআইপির) সার্বিক সহযোগিতায় আমরা এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করি। গত বছর আমরা ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করি। এ বছর এই ২দিনে ১হাজার ৫শ’ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।
৮/৩/২৪ইং মোবাঃ ০১৭৫৪৯২৫৯০৬