দুমকিতে বেড়েছে ডেঙ্গু রোগী, কীট ও স্যালাইন সংকটে রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা,
- আপডেটঃ ১১:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 200
দুমকিতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা,ডেঙ্গু শনাক্তের কীট ও স্যালাইন সংকটে রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা,
মোঃ রাকিবুল হাসান, দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে একদিকে জ্যামিতিক হারে বেড়েছে ডেঙ্গু রোগী। অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডেঙ্গু রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। প্রয়োজনীয় সংখ্যক আইভি স্যালাইন, ডেঙ্গু শনাক্তের কীট এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার(১ আগষ্ট) সরেজমিনে গেলে হাসপাতালে ভর্তি একাধিক ডেঙ্গু রোগী অভিযোগ করে জানান, তারা ভোগান্তিতে পড়ে বেসরকারি বিভিন্ন প্যাথলজি সেন্টারগুলোতে চড়া মূল্যে ডেঙ্গু পরীক্ষা করেন। এছাড়াও আইভি স্যালাইনও ফার্মেসী থেকে কিনে ব্যবহার করতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনর্চাজ পাপড়ি সুতার বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ৪ ধরনের স্যালাইনের প্রয়োজন হয়। এর মধ্যে হার্টম্যান সল্যুশন এর সরবরাহ নেই। দশমিক নয় শতাংশ নরমাল স্যালাইন, পাঁচ শতাংশ ডিএনএস এবং পাঁচ শতাংশ ডিএ স্যালাইনও শেষ হয়ে গেছে। বুধবার(২ আগষ্ট) দেওয়ার মতো স্যালাইন হাতে নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জিএম এনামুল হক বলেন, এ বছরের জুলাই মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ১৪৩ জন। এর মধ্যে মঙ্গলবার(১ আগস্ট) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নির্ণয়ের কীটের সরবরাহ পর্যাপ্ত না থাকায় সমস্যা হচ্ছে। তবে আইভি স্যালাইন এখন আমাদের কাছে আছে।
জেলা সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান বলেন, এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাথে কথা বলে এখনই ব্যবস্থা নিচ্ছি।
# বার্তা প্রেরক –
মোঃ রাকিবুল হাসান দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি