দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই, দোকানটি পুনরায় উদ্বোধন

- আপডেটঃ ১১:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 450

দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই জে,এস,খাবার কর্নার ফাস্টফুডের দোকানটি পুনরায় উদ্বোধন।
মোঃ রাকিবুল হাসান,(দুমকি থেকে)
দুমকি উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকির থানা ব্রিজ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সেই ফার্স্টফুড দোকানটি (জেএস ফুড কর্নার) পুনরায় উদ্বোধন করা হয়েছে।
সোমবার(৩১ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে শতাধিক শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে দুআ ও মোনাজাত শেষে উদ্বোধন করা হয় এ প্রতিষ্ঠানটি।
এসময় শ্রীরামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদার, নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ নুরুল আমিনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
এত টাকার ক্ষতি পুষিয়ে কীভাবে পুনুরায় আপনার প্রতিষ্ঠানটি চালু করলেন এমন প্রশ্নের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে দোকানের সত্ত্বাধিকারী মোঃ খায়রুল ইসলাম জানান, সর্বপ্রথম এতে আর্থিক ও মানসিক অবদান হলো আমার ভগ্নীপতি নইম কাউসার ও তাঁর স্ত্রী আসমা আক্তার সেতু। এরপর গাছ ব্যবসায়ী আলম এ দোকানের সব কাঠ বিনামূল্যে দিয়েছেন, ইউনিভার্সিটিতে চাকরি করে ইলেকট্রিক মিস্ত্রি মুন্না, কাঠ মিস্ত্রি খায়রুল, বেল্লাল ও কালিদাস বিনা পারিশ্রমিকে কাজ করে দিয়েছেন। এছাড়াও সদ্য নির্বাচিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী মৃধাও নগদ ২৫ হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন। সর্বশেষ আমি বিভিন্ন এনজিও থেকে দেড় লাখ টাকার মত ঋণ নিয়েছি।
সকলের কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, পোড়া ক্ষতের বুকে নিয়ে, সহায়-সম্বল হারিয়ে সকলের সার্বিক সহায়তায় আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, এ বছরের ৯ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার থানা ব্রীজ এলাকার এ প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক শর্ট সার্কিটে পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছিল।