দুমকিতে ১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার -০৩ অদ্য ইং-১৬/০৪/২০২২ তারিখ ২০.১০ ঘটিকার সময় এসআই (নিঃ)/ মোঃ সাকায়েত হোসেন এর নেতৃত্বে সংগীয় অন্যান্য অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য বিশেষ অভিযানে নিয়োজিত থাকাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল দুমকি থানাধীন ৫নং শ্রীরামপুর ইউনিয়নের বগা ফেরীঘাট টু লেবুখালী রাস্তায় থানা ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে আসামী ১। মোঃ যুবায়েদ হোসেন (২১), পিং- আঃ রাজ্জাক তালুকদার, মাতা- কাজল বেগম, সাং- বহালগাছিয়া, পটুয়াখালী পৌরসভা, ২।মোঃ মুসা আকন(২৫) পিতা- গোলাম মোহাম্মদ আকন,সাং জয়গোড়া, ৩। মো তাবজিল হোসেন(২৪) পিতা- জাকির হেসেন, সাং – কাছিপাড়া, উভয় থানা – বাউফল, জেলা- পটুয়াখালী দের হেফাজত ও দখল হইতে একটি কালে রংয়ের কাঁধ ব্যাগের মধ্য হইতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
