দুমকিতে ৩০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি
- আপডেটঃ ০৫:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / 191
দুমকিতে ৩০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি
পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১জুন (মঙ্গলবার) বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুমকি থানার ওসি তদন্ত শফিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা প্রমুখ।
দুমকিতে ৩০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলার বিভিন্ন আবাসনের ভূমি ও গৃহ প্রাপ্ত পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম।
উল্লেখ্য উক্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কদমতলা আবাসনে প্রধানমন্ত্রীর ৩য় ধাপে জমিসহ ৩০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়।