দুমকীতে স্কুল শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীর মাদক সেবনের ভিডিও ভাইরাল

- আপডেট সময় : ১১:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১০২৩ বার পড়া হয়েছে
মোঃ রাকিবুল হাসান,(দুমকি থেকে)দুমকী(উপজেলা) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে স্কুল পড়ুয়া এক দশম শ্রেণির ছাত্রের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সাংবাদিক সমিতির “পবিপ্রবি সাংবাদিক সমিতি -পবিপ্রবিসাস ” নামের ফেসবুক পেজে কেরামত আলী হলের পূর্ব পাশে চলছে মাদক সেবন এমন লেখা দিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। মুহুর্তেই ৩০ সেকেন্ডের ঐ ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওটিতে দেখা যায় লম্বা চুলের এক কিশোর সিগারেটে গাঁজা ঢুকাচ্ছে এবং পাশে অপর এক কিশোর বসে আছে।
এমনকি পারমিতা ব্রাহ্মামা নামক আইডি থেকে পোস্ট করলে সেখানে নেটিজেনদের মন্তব্য থেকে জানা যায়, বসে বসে গাঁজা সিগারেটে ঢুকানো ওই কিশোর দুমকী উপজেলা আ’লীগের সদ্য বহিষ্কৃত নেতা সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী মৃধা’র ছেলে সৃজনী বিদ্যানিকেতনে দশম শ্রেণিতে পড়ুয়া নকীব মৃধা। এছাড়াও আরও জানা যায়, সে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা’র আপন ভাতিজার ছেলে, সম্পর্কে নাতি।এবং অপর কিশোর, শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় কুমার মালীর ছেলে,কলেজ শিক্ষার্থী সুজন কুমার মালী(২২)।
ঘটনার সত্যতা স্বীকার করে দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ভিডিওটি আমিও দেখেছি। আমাদের অফিসারদের মধ্যেও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা এদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যহত রয়েছে।
পবিপ্রবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. সন্তোষ কুমার বসু বলেন, আমাদের প্রক্টর টীম তো টহলে রয়েছেন। এছাড়াও আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। তারা তা আমলে নিয়ে চিহ্নিত স্পটগুলোতে টহলে থাকবে যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে।