ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
জরুরী নোটিশঃ

বাংলার শিরোনাম নিউজ পোর্টালের আপডেটের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি

দুমকীতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / ৮৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ রাকিবুল হাসান,(দুমকি থেকে)প্রতিনিধি, দুমকী (উপজেলা): পটুয়াখালীর দুমকীতে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা।

আগেকার দিনে গ্রামের প্রতিটি হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে এমনকি বাড়ির আঙিনায়ও এ জনপ্রিয় খেলাটি খেলতে দেখা যেত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদেরও হাডুডু খেলতে দেখা যেত। সময় অসময় শিশু, কিশোর, যুবকদের একটু ফাঁক পেলেই আসর জমিয়ে খেলত। রাখালীরা গরু-মহিষ মাঠে ছেড়ে দিয়ে দুপুর – বিকেলে সকলে জড়ো হয়ে হাডুডু খেলায় মেতে উঠতো। আবার গ্রামের হাট বাজারের, ইউনিয়ন ও থানা অথবা মহকুমা পর্যায়ে বড় বড় হাডুডু খেলার আসর জমাতে দেখা যেত। বায়না করে নামীদামী খেলোয়াড়দের হায়ার করে আনা হতো দূরদূরান্ত থেকে। রেফারিদের কদর ছিল অনেক। খেলা দেখতে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামতো। আগেকার দিনে দুমকী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারা বছর জুড়ে এ খেলা দেখা গেলেও বর্তমানে দেখা যায়না। উপজেলার তালতলী যুব সমাজের আয়োজনে সম্প্রতি এখেলার আয়োজন করা হয়। মুরাদিয়া ইউনিয়নের কলবাড়ি বাজারে ও তালুকদার বাজারের যুবকদেরও মাঝে মাঝে একসময়ের জনপ্রিয় হাডুডু খেলাটির এখনও দেখা যায়।
এলাকার বৃদ্ধবয়সীরা জানান, বর্তমানে ফুটবল, ক্রিকেট খেলা জাতীয় পর্যায় সরকার পৃষ্ঠপোষকতার কারনে এই ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা বিলুপ্তির পথে। এ খেলাটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারের প্রয়জনীয় পদক্ষেপ নেয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুমকীতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

আপডেট সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

 

মোঃ রাকিবুল হাসান,(দুমকি থেকে)প্রতিনিধি, দুমকী (উপজেলা): পটুয়াখালীর দুমকীতে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা।

আগেকার দিনে গ্রামের প্রতিটি হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে এমনকি বাড়ির আঙিনায়ও এ জনপ্রিয় খেলাটি খেলতে দেখা যেত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদেরও হাডুডু খেলতে দেখা যেত। সময় অসময় শিশু, কিশোর, যুবকদের একটু ফাঁক পেলেই আসর জমিয়ে খেলত। রাখালীরা গরু-মহিষ মাঠে ছেড়ে দিয়ে দুপুর – বিকেলে সকলে জড়ো হয়ে হাডুডু খেলায় মেতে উঠতো। আবার গ্রামের হাট বাজারের, ইউনিয়ন ও থানা অথবা মহকুমা পর্যায়ে বড় বড় হাডুডু খেলার আসর জমাতে দেখা যেত। বায়না করে নামীদামী খেলোয়াড়দের হায়ার করে আনা হতো দূরদূরান্ত থেকে। রেফারিদের কদর ছিল অনেক। খেলা দেখতে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামতো। আগেকার দিনে দুমকী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারা বছর জুড়ে এ খেলা দেখা গেলেও বর্তমানে দেখা যায়না। উপজেলার তালতলী যুব সমাজের আয়োজনে সম্প্রতি এখেলার আয়োজন করা হয়। মুরাদিয়া ইউনিয়নের কলবাড়ি বাজারে ও তালুকদার বাজারের যুবকদেরও মাঝে মাঝে একসময়ের জনপ্রিয় হাডুডু খেলাটির এখনও দেখা যায়।
এলাকার বৃদ্ধবয়সীরা জানান, বর্তমানে ফুটবল, ক্রিকেট খেলা জাতীয় পর্যায় সরকার পৃষ্ঠপোষকতার কারনে এই ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা বিলুপ্তির পথে। এ খেলাটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারের প্রয়জনীয় পদক্ষেপ নেয়া দরকার।