ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবক দিবসে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের উদ্যোগে রোগীদের নিয়ে মিলনমেলা সোনারগাঁওয়ের অবহেলিত মানুষের উন্নয়নের ভরসা মারুফুল ইসলাম ঝলক ইঞ্জিনিয়ার সুমনের মৃত্যুতে দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর শোক এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বন্দরে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদাই অনুষ্ঠান অনুষ্ঠিত বাউফলে সেফটি ট্যাংকি থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার পটুয়াখালী রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত দুমকিতে মায়ের মিথ্যা মামলায় সন্তানের সংবাদ সম্মেলন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতা সেলিম প্রধান সাংবাদিক জহির আলম সিকদারকে হত্যার চেষ্টা, এনজেএফ এর নিন্দা

দুর্ঘটনা প্রতিরোধে যৌথ ভাবে কাজ করবে প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে

দুর্ঘটনা প্রতিরোধে যৌথ ভাবে কাজ

দুর্ঘটনা প্রতিরোধে যৌথ ভাবে কাজ করবে পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ।

আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ।

রোববার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

এসময় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা হয় মূলত ওভার স্পিড, ওভার টেকিং, ওভার লোড এই তিনটি কারনে। এই তিনটি বিষয় রোধ করতে পারলে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া উচিত তাদের সন্তানদের মটর যান তুলে দেওয়ার ক্ষেত্রে। এতে করে সড়ক দুর্ঘটনা কমে আসবে নিরাপদ হবে সড়ক। এছাড়াও পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ এবং সড়ক বিভাগ যৌথ ভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছেন বলেও জানান তিনি।

সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো: মাহফুজ হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ
পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ

আলোচনা সভার শুরুতেই পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়া এমপির স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কে যারা চালক রয়েছেন এবং যারা সড়ক ব্যবহার করেন তাদের সকলকেই সচেতন করতে হনে নয়তো নিরাপদ সড়ক রক্ষা করা কঠিন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুধু প্রশাসনই নয় আমাদের সকলের উচিত সবাইকে সতর্ক করা নতুবা আইন বাস্তবায়ন কঠিন। যদি আইন বাস্তবায়নে আমরা সবাই এগিয়ে আসি দেখবেন নিরাপদ সড়ক রক্ষা করা সম্ভব। বিআরটিএ এর সহকারী পরিচালক মো. মাহফুজ হোসেন বলেন, নিরাপদ সড়ক রক্ষার লক্ষ্যে বিআরটিএ এর পক্ষ থেকে আমরা সঠিক চালক ও সঠিক বাহনকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করছি যা সড়ক নিরাপদ রাখতে ভুমিকা রাখে। পূর্বের থেকে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা কমে এসেছে বলেও জানান তিনি।

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্ঘটনা প্রতিরোধে যৌথ ভাবে কাজ করবে প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ

আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

দুর্ঘটনা প্রতিরোধে যৌথ ভাবে কাজ করবে পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ।

আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ।

রোববার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

এসময় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা হয় মূলত ওভার স্পিড, ওভার টেকিং, ওভার লোড এই তিনটি কারনে। এই তিনটি বিষয় রোধ করতে পারলে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া উচিত তাদের সন্তানদের মটর যান তুলে দেওয়ার ক্ষেত্রে। এতে করে সড়ক দুর্ঘটনা কমে আসবে নিরাপদ হবে সড়ক। এছাড়াও পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ এবং সড়ক বিভাগ যৌথ ভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছেন বলেও জানান তিনি।

সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো: মাহফুজ হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ
পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ

আলোচনা সভার শুরুতেই পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়া এমপির স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কে যারা চালক রয়েছেন এবং যারা সড়ক ব্যবহার করেন তাদের সকলকেই সচেতন করতে হনে নয়তো নিরাপদ সড়ক রক্ষা করা কঠিন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুধু প্রশাসনই নয় আমাদের সকলের উচিত সবাইকে সতর্ক করা নতুবা আইন বাস্তবায়ন কঠিন। যদি আইন বাস্তবায়নে আমরা সবাই এগিয়ে আসি দেখবেন নিরাপদ সড়ক রক্ষা করা সম্ভব। বিআরটিএ এর সহকারী পরিচালক মো. মাহফুজ হোসেন বলেন, নিরাপদ সড়ক রক্ষার লক্ষ্যে বিআরটিএ এর পক্ষ থেকে আমরা সঠিক চালক ও সঠিক বাহনকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করছি যা সড়ক নিরাপদ রাখতে ভুমিকা রাখে। পূর্বের থেকে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা কমে এসেছে বলেও জানান তিনি।

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়।