সেলিম ওসমানের নির্বাচনী জনসভায় হাজী দেলোয়ার প্রধানের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান
- আপডেটঃ ০২:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / 143
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জাতীয় পার্টির মনোনীত বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের লাঙ্গল মার্কা নির্বাচনী জনসভা সফল করার লক্ষে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান হাজী দেলোয়ার প্রধানের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেস স্থলে যোগদান করেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল তিন টায় বন্দর সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ-৫ সদর-বন্দর আসনের জাতীয় পার্টির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ যাওয়া জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সদর বন্দরের এমপি প্রার্থী সেলিম ওসমান।
নির্বাচনী সভাকে সফল করার লক্ষে দুপুর থেকেই দেলোয়ার প্রধানের এর নির্দেশে ঐ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বার সহ সকল নেতা কর্মী সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে বন্দর গাউছিয়া হাটে সমবেত হতে থাকে। পরে সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে যোগদান করেন।
এ সময় তার সাথে মিছিলে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার কচি মিয়া ২ নং ওয়ার্ডের মেম্বার জামান ৩ নং ওয়ার্ডের মেম্বার হাবিব ৪ নং ওয়ার্ডের মেম্বার মাহবুব ৫ নং ওয়ার্ডের মেম্বার মকবুল ৬নং ওয়ার্ডের মেম্বার জজ মিয়া ৪ ৫ ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি আক্তার মনির হোসেন আসাদ মাস্টারসহ
৯টিনং ওয়ার্ড জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় মিছিলে উপস্থিত ছিলেন।