ফতুল্লায় দৌরাত্ম্য বেড়েছে ছিনতাইকারী ও মুক্তিপণ আদায়কারীদের
- আপডেটঃ ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / 70
ফতুল্লায় দৌরাত্ম্য বেড়েছে ছিনতাইকারী ও মুক্তিপণ আদায়কারীদের
ফতুল্লা রেলস্টেশন থেকে রেললাইন বটতলা ও পাগলা রেলস্টেশন এর আশপাশে বেশ কয়েকটি ছিনতাইকারী ও মুক্তিপণ আদায়কারী গ্রুপ সক্রিয় রয়েছে।
ফতুল্লা রেলস্টেশন থেকে বটতলা রেললাইন পর্যন্ত সক্রিয় ছিনতাই ও অপহরণ গ্রুপটি প্রায় প্রতিদিনই চলাচলরত পথচারীদের ধরে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় এর ঘটনা ঘটিয়ে চললেও অদৃশ্য কারণে রয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে।
শিল্পাঞ্চল হওয়ায় কর্মসূত্রে বিভিন্ন জেলার মানুষের বসবাস এই এলাকায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে প্রায়ই ছিনতাই ও মুক্তিপণ আদায় চক্রের কবলে পড়তে হচ্ছে জীবিকার তাগিদে আসা মানুষদের।
ফতুল্লায় দৌরাত্ম্য বেড়েছে ছিনতাইকারী ও মুক্তিপণ আদায়কারীদের
( ৯ মে বৃহস্পতিবার) ভোরে এক গার্মেন্টস কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও নগদ অর্থ। এ সময় স্থানীয়রা চক্রের দুই সক্রিয় সদস্য সানি ও রনি কে আটক করে পুলিশে দেয়। এর আগে সাকিন নামে এক কিশোর ফজরের নামাজের পর বের হলে তাকে অন্ধকার নির্জনস্থানে নিয়ে তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চক্রটি। চক্রটি ফোন করে সাকিনের পরিবারের কাছ থেকে বিকাশে মুক্তিপণের টাকাও আদায় করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিপণের শিকার ভুক্তভোগী সাকিন।
সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন যাবত অপহরণ ও মুক্তিপণ আদায় এর মতো ভয়ানক অপরাধ করেও ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে মুলহোতারা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে এদের ধরতে নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন অপরাধীদেরই ছাড় দেয়া হবে না।