দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃজ্বালানী তেল, সয়াবিন তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের পল্টন থেকে জিরো পয়েন্ট, সাগরিকা অফিসের পুরাতন ভবন, কলেজ হয়ে পুনরায় পল্টনে সবাই উপস্থিত হোন। একটানা প্রায় ২ ঘন্টা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলতে থাকে। এতে প্রায় ২ হাজারের অধিক বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সারোয়ার হোসেন দিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব মোঃ নূরুল হুদা, উপজেলা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলি হাসান মোঃ তারেক, সদস্য সচিব মোঃ মামুন হোসেন রোহান, যুগ্ম-আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন’ সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জোরদাবী জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান