বন্দর ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সম্মিলিত প্রস্তুতি সভা
- আপডেটঃ ১০:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / 195
২০ ডিসেম্বর বুধবার বন্দর ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সম্মিলিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য জননেতা একে এম সেলিম ওসমানকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। বন্দর উপজেলার রূপকার দানবীর সেলিম ওসমানের উন্নয়ন আজ বন্দর বাসীর কাছে দৃশ্যমান তাই। উন্নয়নের বার্তা নিয়ে আগামী ২২ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ মাঠে গর্জন দিয়ে জনগণের ঘরে ঘরে উন্নয়নের সালাম পৌঁছে দিবো ইনশাআল্লাহ এসব কথা বললেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বাবুল, ২ নং ওয়ার্ড মেম্বার ফয়েজ, শাহ আলম মেম্বার প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, আব্দুল আলীম, আমিনুল, শরিফ, ছাদেক ভূইয়া, শামসুজ্জোহা, আবদুল কাদির, সোনা মিয়া মেম্বার, মিজান হাজী,সোহরাব ভূঁইয়া, মিন্টু, মোতালিব সহ আরো অনেকে।