ধামগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আজিজুল হক আজিজের মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ১১ ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্দর উপজেলা অডিটোরিয়ামে এক মনোরম পরিবেশে এ নিবাচনী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নিবাচনী বাছাই পর্বে বন্দর উপজেলার নির্বাচন অফিসার আঃ কাদের এর সভাপতিত্বে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আজিজুল হক আজিজের মনোনয়ন পএ বৈধ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার আঃকাদির মিয়া বলেন, আপনারা যদি নির্বাচন সুষ্ঠু মতো করে উপহার দেন তাহলে আমার চেয়ে বেশি আপনাদের উপজেলার সুনাম বয়ে আনবেন। এটা আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যেন কতৃপক্ষের কাছে আমাদের জবাব দিহি তা করতে না হয়। আমি চাই বন্দরের পাঁচ টি ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসাবে পরিচিতি করবেন আপনারা চেয়ারম্যান ও মেম্বাররা এই কামনা করি।

উক্ত অনুষ্ঠানে মনোনয়ন পএ বাছাই এর সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এ, বি, এম কুদরতী খুদা, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, সহকারী নির্বাচন অফিসার বিল্লাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীগন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান