ধামগড় ইউনিয়নের বিট পুলিশিং-২ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ গতকাল১১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় বন্দর ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিট পুলিশিং-২ ধামগর ইউনিয়নের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার”খ” সার্কেল শেখ বিল্লাল হোসেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
এছাড়া ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক আজিজ সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃমাসুম আহমেদ, চেয়ারম্যান ধামগর ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে সহযোগিতা করুন এবং শান্তিতে বসবাস করুন। জিডি করতে থানায় কোন টাকা লাগে না তাই থানায় আসুন বাংলাদেশ পুলিশের সেবা গ্রহণ করুন। কারণ পুলিশ আপনাদের সেবক।

উল্লেখ,বিট অফিসার আবুল কাশেম তিনি দায়িত্বপ্রাপ্ত এবং বিট পুলিশিং-২ এর কার্যক্রম পরিচালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান