মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা নওমালা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বার মৃধা , সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এ কমিটি অনুমোদন করেছেন।
৩১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে শফিকুর রহমান( ব্যাটন তালুকদার), সিনিয়র যুগ্ন আহবায়ক জালাল আহমেদ মৃধা, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম গাজী, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান পঞ্চায়েত , যুগ্ন আহবায়ক মোঃ শাহিন মৃধা, যুগ্ম আহবায়ক ইউসুফ আলম সেন্টু, সদস্য সচিব কে,এম আনোয়ার হোসেন । আগামী দশদিনের মধ্যে ইউনিয়ন অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির আহবায়ক ও সদস্য সচিব জানান, দলকে শক্তিশালী, গতিশীল এবং আন্দোলনমুখী করার লক্ষ্যে নওমালা নয়টি ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নওমালা ইউনিয়নে নতুন পূর্ণাঙ্গ কমিটি যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে সব ওয়ার্ড কমিটি গঠন করা হবে।