মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ জুন বুধবার সকাল ১০ টায় পশ্চিম নওমালা নেছারিয়া ফাযিল মাদ্রাসায় আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি।
সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাদের উকিল।
সঞ্চালনায় ছিলেন নওমালা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এপিএস আনিসুর রহমান, আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম হাওলাদার, কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালে উদ্দিন পিকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিন হাওলাদার, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির দেওয়ান ,উপজেলা যুবলীগের সভাপতি শাজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ খান , উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল কবির নিশাদ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
