রাউজানের প্রবাসী ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম সিআইপি মনোনীত
- আপডেটঃ ০৩:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / 50
রয়েল দত্ত রাউজান প্রতিনিধিঃ
বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত হয়েছে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী দানবীর আলহাজ্ব লায়ন মোঃ নজরুল ইসলাম।
রাউজানের প্রবাসী ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম সিআইপি মনোনীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাঁকে এনআরবি ২০২৫-পুরস্কারে ভূষিত করা হয়। আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের মরহুম হাজী মনিরুজ্জামানের বড় ছেলে।
তিনি ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে নিজ প্রচেষ্টায় গড়ে তুলেন হাজী মুনির ফ্রুট স্টাফ ট্রেডিং কোং এলএলসি ও নুর আল তাকওয়া ফ্রুট স্টাফ এলএলসি নামক দুটি কোম্পানি সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় তিন যুগ ধরে সুনামের সঙ্গে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে আয়কৃত অর্থ বৈধ পথে দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ ধর্মীয় সামাজিক মানবিক ও সেবামূলক সংগঠনের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষকে আর্থিক সহায়তার মাধমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট লাঘবে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তার এ প্রাপ্তিতে রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
রাউজানের প্রবাসী ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম সিআইপি মনোনীত
আরও পরুনঃ সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের গণসংযোগ