নদী ভাঙ্গন ৬ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার।
মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া এলাকায় ২৯ সে সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় লোহালিয়া নদীতে বিলীন হয়ে যাওয়া ৬ টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর-২ বাউফলের সুপরিচিত মুখ,মানবতার ফেরিওয়ালা যুবরত্ন
বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক গরীব দুঃখী মানুষের বন্ধু বঙ্গবন্ধু আদর্শ সৈনিক এভিআর বাংলাদেশ এর চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত, বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদার সুযোগ্য সন্তান বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাসির আলম তালুকদার।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে লোহালিয়া নদীতে গোপালিয়া গ্রামে ৬ টি ঘরবাড়ি বিলীন হয়ে যায় সে সব পরিবার গুলোর খুব কষ্টে দিন কাটছে এসব কথা শুনে হাসিব আলম তালুকদার পক্ষ থেকে ৬ টি পরিবারেকে চাল , তেল ,ডাল পেইজ,রোসন, হলুদ, মরিচ , লবন ভিবিন্ন খাদ্য দ্রব পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল, রাহাত, ও অনিক তালুকদার প্রমুখ।