নল‌ছি‌টির কুলকা‌ঠি ইউ‌নিয়‌নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সংবাদদাতা,মোঃ নুরুজ্জামান মৃধা, ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টির ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের প্রায় কয়েক’শ মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্প‌তিবার সকাল ৯টা থে‌কে নল‌ছি‌টি উপ‌জেলার ৩নং কুলকা‌ঠি ইউনিয়নের তৌকা‌ঠি গ্রা‌মের মরহুম আলী হো‌চেন ফ‌কি‌রের খানকাহ্ মাঠ প্রাঙ্গ‌নে হয়বৎপুর তৌকা‌ঠি দা‌খিল মাদ্রাসার সভাপ‌তি মো. সরওয়ার হো‌সেন স্বপন মোল্লার প‌রিচালনায় ফি‌রোজা আমু ফাউ‌ন্ডেশ‌ন এর অর্থায়নে বিনামুল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করেন ঝালকা‌ঠির সাংসদ ও ১৪ দ‌লের সমন্বয়ক আলহাজ্ব আ‌মির হো‌সেন আমু ।

অনুষ্ঠা‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ঝালকা‌ঠি জেলা আওয়া‌মিলী‌গের সভাপ‌তি সর্দার শাহআলম, জেলা আওয়া‌মিলী‌গের সাধারন সম্পাদক ও জেলা প‌রিষদ সভাপ‌তি আ‌্যাড. খান সাইফুল্লাহ্ প‌নির, নল‌ছি‌টি উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান বীরমু‌ক্তি‌যোদ্ধা মো. সি‌দ্দিকুর রহমান, জেলা পু‌লিশ সুপার (অ‌তি‌রিক্ত) প্রশান্ত কুমার দে, কুলকা‌ঠি ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মো. আকতারুজ্জামান বাচ্চুসহ জেলা উপ‌জেলার অন‌্যান‌্য নেতৃ‌বৃন্দ ।

এসময় ওই ইউনিয়নের প্রায় কয়েক’শ নারী, পুরুষ, শিশু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে প্রেস‌ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। যেখানো অংশগ্রহণ করেছেন বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান