নলছিটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

নলছিটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প’র ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঝালকাঠির জেলার নলছিটি পৌরসভার মাটিভাংগা নামক স্থানে

শুক্রবার নলছিটি পৌরসভার মাটিভাংগা এলাকায় আশ্রয়ন প্রকল্প- (গুচ্ছগ্রাম)’র নির্মাণাধীন ঘর দেখতে গেলে এমন অভিযোগ করেন এলাকার সাধারণ মানুষ। আশ্রয়ন প্রকল্প’র ঘর নির্মাণে অনিয়ম ও উন্নয়ন কাজে বাঁধাসহ নানা অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে । তবে এসব অভিযোগ দেখার যেন কেউ নেই।তবে সরকারী নিময় মেনে আশ্রয়ন প্রকল্প’র ঘর নির্মাণ হচ্ছে না।
জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অশ্রায়ন- প্রকল্পের অধীনে ঝালকাঠি নলছিটি পৌরসভার মাটিভাংগায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য কে বা কার তত্ত্বাবধানে ঘর নির্মাণ করা হচ্ছে সাধারণ মানুষ বলে আমরা জানি না । ইতিমধ্যে ঘর নির্মাণের কাজ চলোমান। দুই শতাংশ খাস জমির উপর প্রতিটি টিন শেড বিল্ডিং ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৩৯৪ বর্গফুটের ওই বাড়িতে নির্মাণ করা হচ্ছে দুটি কক্ষ, রান্নার জায়গা ও একটি টয়লেট।

নলছিটি পৌরসভায় মাটিভাংগা এলাকায় নির্মিতব্য কয়েকটি ঘরের নির্মাণ কাজ ঘুরে দেখা গেছে নানা অনিয়ম। ঘর নির্মাণের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনের তুলনায় সিমেন্টের পরিমাণ কম মিশিয়ে চলছে ইটের গাঁথুনি। নিম্নমানের ইটা, গাঁথুনির পর দেয়ালে দেয়া হচ্ছে না পানি। ফলে একটি ছোট বাচ্চাও যদি ধাক্কা দেয় তাহলে গাঁথুনি ভেঙে পড়বে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে পচা ও নিম্ন মানের ইট। এ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কমিটিও রয়েছে। যে কমিটি’র সভাপতি কে বা কারা আমরা জানি না, তবে নিয়মঅনুযায়ী হচ্ছে না তদারকি এ অভিযোগ এলাকা বাসীর আরও বলেন, ঘর নির্মাণের সময় পরিমাণে কম সিমেন্ট ব্যবহার করা হয়। ইট গাঁথুনির পর পানি দেয়া হচ্ছিল না। আমরা কার কাছে অভিযোগ করব কে শুনবে আমাদের কথা।

ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে এলাকা বাসীর দাবী , আশ্রয়ন- প্রকল্পের ঘরগুলো ভালোভাবে নির্মাণ করেন এবং বাস্তবায়ন কমিটির মাধ্যমে ওখানে সার্বক্ষণিক তদারকি করে । কাজ সম্পন্ন করার জন্য নিয়মিত মনিটরিং করে। এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হউক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান