নলছিটি উপজেলায় চাদাঁবাজির অভিযোগে মিন্টু মৃধা জেল হাজতে

নলছিটি উপজেলার চিহ্নিত চাদাঁবাজ মিন্টু মৃধা জেল হাজতে।ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা গ্রামের মোঃ কাওছার হোসেন মিন্টু মৃধাকে গতকাল ২২ নভেম্বর-২০২২ খ্রীঃ, চাঁদাবাজির অভিযোগে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানাযায়, কুলকাঠি ইউনিয়নের বিকপাশা শিমুলতলা থেকে বারইকরন স্কুল সড়কে বন বিভাগের সৃজিত বাগানের গাছ বন বিভাগ থেকে টেন্ডার গ্রহন করেন রানাপাশা ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুল ইসলাম মন্টু। ওই গাছ কাটতে গেল মিন্টু মৃধা ও তার পুত্ররা নিজের গাছ দাবি করে গাছ কাটতে বাঁধা প্রদান করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমোঝতার চেস্টা করে ব্যর্থ হয় এবং পরবর্তীতে নলছিটি থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ে করা হয়। ইতোমধ্যে মিন্টু মৃধা হাই কোর্ট থেকে জামিন নিয়েছিল। গতকাল ঝালকাঠিতে আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরন করেন। মিন্টু মৃধা পাওতা গ্রামের মরহুম আমজাদ হোসেন মৃধার কনিষ্ঠপুত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান