ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন এর যুগ্মসাধারণ সম্পাদক হওয়ায় নাজমুল হাসানকে শুভেচ্ছা
- আপডেট সময় : ১১:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে
ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাজমুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন।
গত (৩১শে জুলাই) ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে ‘ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ’ এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটি নির্বাচনে নাজমুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, নাজমুল হাসানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার এলাকাবাসী।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহে,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা সাধারণ সম্পর্ক মারুফ হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাগআচড়া ইউনিয়ন আহবায়ক শিশির।
ইউপি সদস্য আলমগীর কবির বদু, স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা আহবায়ক কমিটির সদস্য কবির হোসেন, সাবেক ছাত্রনেতা শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, যুবলীগ নেতা শামিম হোসেন মাহাবুর রহমান সরদার ও তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য, সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা।
বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা সদস্য মফিজুর রহমান, বাগআঁচড়া যুবলীগ সদস্য তরিকুল ইসলাম, যুবলীগের ওয়ার্ড কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার, গ্রাম কমিটির সভাপতি রেজাউল ইসলাম ,মাহবুর রহমান, হাসান, আলিম , মামুন, সাজন, সানি, নাজমুল সহ শার্শা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।