নাজিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  ৯টি ইউনিয়নের ১০১টি মসজিদে দোয়া মিলাদ 

সজিব হাসান স্টাফ রিপোর্টারঃবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের ১০১টি মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা ও নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। ও দূরত্ব বজায় রেখে মসজিদের ইমামরা দোয়া পরিচালনা করেন।

দোয়া পরিচালনার সময় ইমামরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক। এছাড়া মসজিদ মাদ্রাসার উন্নয়নে তথা ইসলামের খেদমতে তার গৃহীত উদ্যোগ দেশের সর্বজন স্বীকৃত। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি।এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপস্থিত সব মসজিদের পেশ ইমাম, নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মোঃ রেজাউল করিম লিটন।

দোয়ায় নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান