ষ্টাফ রিপোর্টারঃ ২৩ অক্টোবর শনিবার সকালে মিশনপাড়া, আমলাপাড়া মোড়ে নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালে অপারেশনকৃত ছানি রোগীদের ব্যান্ডেজ খোলা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধামগড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সফল মেম্বার মো আমজাদ হোসেন তিনি বলেন চক্ষু হলো আল্লাহর বিশেষ নেয়ামত যার দুইটা চক্ষু নাই তার পুরো পৃথিবী অন্ধকার আল্লাহর এই অশেষ নেয়ামতের শুকরিয়া আদায় করে তিনি আরো বলেন নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতাল অসহায় দারিদ্র মানুষের কল্যানে ছিল আছে ইনশাআল্লাহ থাকবে।
ডাক্তারী পেশা একটি মহান পেশা সাদকা জারিয়ার মতো এখানে যত সেবা দিবেন আখেরাতে ততটুকুই পুরুষ্কৃত হবেন।
ছানিকৃত অপারেশন রোগিদের হাতে আজীবন ফ্রী সদস্য বই তুলে দিয়ে বলেন আগামী ১১ তারিখে বন্দর ধামগড় ইউনিয়নের নির্বাচন আমি ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সকলের কাছে আন্তরিকতা ও দোয়া চাই আল্লাহ যেন আমাকে আবার জনগণের সেবা করার তৌফিক দেন।
মানবতার সেবায় নিয়োজিত হয়ে আরো উপস্থিত ছিলেন চীফ কনসালটেন্ট নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতাল চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন (এক্স) ইসলামিয়া চক্ষু হাসপাতাল,ফার্মগেট ডাঃ মো জাহাঙ্গীর হোসেন নার্স ও অন্যান্য ডাক্তারগন।