ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আদেশে ও ঢাকা রেঞ্জ কমান্ডারের নির্দেশনায় জেলা কমান্ড্যান্টের পরিকল্পনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) ২য় ধাপ মোকাবেলা উপলক্ষ্যে দুস্থ: ও অসহায় ভিডিপি সদস্য/সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ মে) এ ত্রান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকসুদ রসুল, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ২৫০ জন দু:স্থ ও অসহায় ভিডিপি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। করোনার ২য় ধাপ মোকাবেলায় এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করি সর্বদাই বিপদে আপদে সদস্যদের পাশে দাঁড়াতে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জনাব খায়রুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সদর নারায়ণগঞ্জ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দল নেতা ও দলনেত্রী প্রমুখ।