নারায়নগঞ্জ, বন্দর সোনারগাঁ সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রকৃত সংবাদকর্মীরা বিব্রত হয়

তথ্য সূত্রে জানা গেছে  সংবাদ লেখা”ত দূরের বিষয় ঠিকমতো কথাও বলতে পারেনা কিন্তু নতুন নতুন মটর সাইকেল নিয়ে বিভিন্ন অখ্যাত চ্যানেল,এমনকি নামধারী স্যাটেলাইট চ্যানেলের বোম নিয়ে এসে হইচই ফেলে দেয় এক প্রকার সাপ খেলার মতো বেলকীবাজিতে ফেলে দেয়!! তারপরই হাতিয়ে নেয় বাজেট মতো টাকা, বাজেট অনুযায়ী দিতে অবাদ্য হলে ভাইরাল করার হুমকিও দেয় জানা যায়।
আদৌ কি তারা এসব চ্যানেলের প্রতিনিধি?
না তারা প্রতিনিধি না তাদের বড় ভাই প্রতিনিধি কিন্তু মাঠের কালেকশন তারা করে হয়তো সংবাদকর্মীর বেশে চাঁদা নেওয়াই তাদের কাজ ,এখানে সেখানে যাকে যেভাবে পারছে ব্ল্যাকমেইল করছে দিনশেষে ধান্ধার টাকা ভাইকে আধা ওনারা আধা নিয়ে বীরদর্পে যার যার আস্তানায় ফিরে যায়।
 আরও জানা যায় সেই টাকায় জম্মদিন খাওয়া ও প্রায় প্রতিদিনই কাচ্চি ও সোনার চেইন সহ নানান কিছু গায়ে বহন করে উচ্চবিলাসী জীবন যাপন করে অথচ এই সাংবাদিক নামে কথিত’রাই কিছুদিন আগে সহকারী ডাক্তার হয়ে যৌন রোগের ঔষধ বিক্রি করতেন
আসলে কিছু নেতারাও  সাংবাদিকতার আড়ালে তাদের এই চাঁদাবাজি,ধান্ধাবাজি অনেক সাংবাদিক মেনে নিয়েছেন।
সবকিছু জেনেও,  যেন কিছুই জানেন না।
আমার মত যারা পেশাটাকে ভালোবেসে বেছে নিয়েছে  তারা আজ বড় অসহায় প্রশাসন ও সিনিয়র  সাংবাদিক ভাইদের কঠোর হস্তক্ষেপ কামনা করি।ন
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান