সংবাদ শিরোনামঃ
নির্বাচনী মিছিল দেখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ রাকিবুল হাসান
- আপডেট সময় : ০৯:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে
নির্বাচনী মিছিল দেখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।
পটুয়াখালীর দুমকীতে পানিতে ডুবে ইয়াছিন (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুমকী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ইয়াছিন উপজেলার দুমকী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মোঃ রিপন প্যাদার ছেলে। ঘটনাসূত্র ও নিহতের মামা শেখ সোহাগ জানান, বাড়ির পিছনের রাস্তা দিয়ে নির্বাচনী মিছিল যাচ্ছিলো।
সে মিছিল দেখার জন্য রাস্তায় বেড় হয়। কিছুক্ষণ পরে পুকুরে জুতা ভাসতে দেখেন স্বজনরা।পরক্ষনে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, তিনি বিষয়টি অবগত নন। খোঁজখবর নিবেন বলে জানিয়েছেন।