নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।নোয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আগস্ট /২০২২ অনুষ্ঠিত হয়।

জেলাপ্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম( পিপিএম) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার, এনএসআই এর যুগ্ম পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, এছাড়াও উপস্থিত ছিলেন র‍্যাব ,আনসার, ভিডিপি, ডিজিএফআই, উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ, কারারক্ষী, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, বিভাগীয় বন কর্মকর্তা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রতিনিধি, বিআরডিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাইজদী ডিভিশন, পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেগমগঞ্জ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিদপ্তর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মার্কেটিং অফিসার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা মটরযান মালিক গ্রুপ, পৌর বণিক সমিতির প্রতিনিধিসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

সভায় গত জুলাই /২০২২ এর আইন-শৃঙ্খলা কমিটির সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত তথ্য আলোচনা করা হয়। এছাড়াও যানজট জটিলতা, বিচার অধীন মামলা, চলমান বাজার মনিটরিং করে প্রয়োজনীয় দ্রব্যের দাম নিরসণ, শহরের ফুটপাথ দখলমুক্ত রাখা, ফোরলেন রাস্তাসহ শহরের অন্যান্য রাস্তায় স্থিত বৈদ্যুতিক পোলসমূহ অপসারণ, প্রধান সড়ক সমূহে ড্রেনিং সিস্টেম দ্রুত কার্যক্রম করা, বিদ্যুতের লোডশেডিং সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যবস্থা করা, মডেল থানায় সাধারণ জনগণের আইনি সহযোগিতা সহজ করন, কিশোর গ্যাং ও ইভটিজিং অপরাধ সংক্রান্তে মাদকের অপব্যবহার রোধ সহ অন্যান্য আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান