কালিয়া উপজেলা প্রতিনিধি মো মামুন মোল্লাঃ নড়াইলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) কালিয়া পৌর কমিউনিটি সেন্টার হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল।
এছাড়া প্রধান বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাড. এসএম পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জুয়েল মোল্যা ও এমএম পাভেল উপস্থিত ছিলেন। বর্ধিত সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লাীগের সাধারণ সম্পাদক আনুর মোহাম্মদ (আনু)।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান (হীরা), কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম শাহী, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ধিত সভায় অতিথিগণ তাদের বক্তৃতায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দলের নেতাকর্মীদের দলের অনুগত হয়ে কাজ করার নির্দেশনা দেন।