পটুয়াখালীতে অস্ত্র ও গুলিসহ চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার-১
- আপডেটঃ ০৬:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 110
পটুয়াখালীতে অস্ত্র ও গুলিসহ চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার-১,
রিপোটার মোঃইমামঃ পটুয়াখালীতে ১ টি বিদেশী পিস্তল, ১ টি শর্টগান, ১ টি রিভলবার ও ৪২ রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মুন্না (৪২) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুরী, ৪ টি প্লাস, লেহার ছেনি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মেঃ সাইদুল ইসলাম।
তিনি জানান, গত ১৮ নভেম্বর শহরের আরামবাগের অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কবির উদ্দিনের (৭২) বাসা থেকে তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু মালামাল চুরির ঘটনা ঘটে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির সময় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। পরে তিনি চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি সহায়তায় ২০ নভেম্বর মুন্নাকে আরামবাগের নিজ বাসা থেকে পিস্তল সহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া ট্রলি ব্যাগ, লাগেজ, ব্রিফকেস, ১ টি কালো রংয়ের বড় ব্যাগ, ১ টি হাত ব্যাগ, ৩০ টি শাড়ী, ২ টি কম্বল, ৫ টি কাথা, ১ টি মশারি, ২ টি চান্দিদা, ৪ টি বিছানার চাদর, ১ টি শাল চাদর, ২ টি তোয়ালে ও ২ টি ওয়াটার হিটার উদ্ধার করা হয়। মুন্না ওই অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার প্রতিবেশি হওয়ায় চুরির আগে তার বাড়ির উপর নজরদারি করছিলো।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলমান বলেও জানালেন পুলিশ সুপার