মোঃ শফিকুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধিঃহাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশন পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি ২০২৩(সোমবার ) বিকাল ৪ টায় উপজেলার কমলাপুর ইউনিয়নে ধনিয়াপুরা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মশিউর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কার্যকরী কমিটির সভাপতি শামীম হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল খাঁন,
সহ প্রচার সম্পাদক মোঃ কুদ্দুস মোল্লা, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কবির শিকার,
কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার,কমলাপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি রিপন দাস, কমলাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাইনুল ইসলাম সুমন, নজরুল ইসলাম শিকদার কমলাপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন গোলদার সহ আরো অনেকে ।
সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান ইশা ঘরামী।
আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফেরদৌস হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশন পটুয়াখালী জেলা কমিটি, স্থানীয়, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহন করেন।
আলোচনা ও দোয়া মুনাজাত শেষে দুই শত গরীব অসহায়দের মাঝে বিরানি বিতরণ করা হয়।