পটুয়াখালীর ইফতারখানা’য় সহস্রাধিক মানুষের ইফতার আয়োজন

 

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ আরিফ হোসেন টিটু, পটুয়াখালী শহরের ঝাউতলায় ফোরলেনে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর উদ্যোগে সহস্রাধিক মানুষকে ইফতার করানো হয়েছে। শনিবার পটুয়াখালীবাসী নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় এ অয়োজন সম্পন্ন হয়। ইফতার আয়োজনে বিভিন্ন পদের পাশপাশি ছিল গরুর মাংস দিয়ে খিচুরি। ইফতারে অংশ নেয়া অধিকাংশ মানুষরা ছিলেন রিকশা চালক এবং পথচারী। শহরের এই এলাকায় প্রতিদিনই পথচারী ও অসহায় মানুষকে ‘ইফতারখানা’ নামে ইফতার করানো হয়।

রিকশা চালক মালেক সিকদার বলেন, ‘রমজানের শুরু থকে এখানে ইফতার করছি। প্রতিদিন এখানে বুড, মুড়ি, পিয়াজু,জুস পানি সহ অনান্য পদ দিয়ে ইফতারী হলেও আজ মেয়রের আয়োজনে ইফতার করানো হয়েছে। আজ ছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি এছাড়া তরমুজ,ফুইট ও দেয়া হয়েছে।
পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘পটুয়াখালীবাসী সেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবা মূলক কাজ করে আসছে। আমি সব সময় তাদের সহযোগীতা করে থাকি। এবার পহেলা রমজান থেকে এখানে ইফতারের স্থানে আমি ওজু’র এবং বসার ব্যবস্থা করার পাশপাশি একজন ইমাম নিয়োগ করে দিয়েছি। যাতে ইফতারের পর সবাই নামাজ পরতে পারে। এ ছাড়া সমাজের বিত্তবানরা যেহেতু সহযোগীতা করছে সে কারনে আমিও আজ সহযেগাীতা করলাম। একটু বড় পরিসরে সমাজের সাধারণে মানুষের জন্য আজকের এ অয়োজন। তবে সব মিলিয়ে শুকরিয়া আদায় করছি আল্লাহর রহমতে ভালো ভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে।’
পটুয়াখালীবাসী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, ‘প্রথমে আমরা ৫০ জনকে দিয়ে ইফতার করানো শুরু করি, এরই ধারাবাহিকতায় এখন নিয়মিত ১৫০ জন পথচারী, কিংবা নিম্ম আয়ের মানুষকে ইফতরা করাচ্ছি। তবে আজ অনেক বড় পরিষরে ইফতারের আয়োজন করা হলো। আশা করছি শেষ রোজা পর্যন্ত আমাদের এ অয়োজন চালিয়ে যেতে পারবো।’
#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান