পটুয়াখালীতে জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা ১০ সেপ্টেম্বর শুক্রবার -দীর্ঘ ৮ বছর ৪ মাস ১০ দিন অতিবাহিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটির বর্ধিত সভা ১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বর্ধিত সভাকে কেন্দ্র করে চলছে প্রচার-প্রচারনাসহ শহরের প্রধান প্রধান সড়ক সমূহের দুপাশে ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড টানানোর প্রতিযোগিতা। চলছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে তোড়ন নির্মানের কাজ।

২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দএীয় কমিটি এড. আরিফুজ্জামান রনিকে আহবায়ক ও এড. মো. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্য বিশিস্ট গঠিত পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সমূহের সম্মেলন পূর্বক জেলা সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন তৎসময়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মো. হারুন অর রশীদদ্বয়। দীর্ঘ ৮ বছর ৪ মাস ১০দিন পর এ আহবায়ক কমিটির বর্ধিত সভার আয়োজন করায় যুবলীগের সকল পর্যায়ের নেতা- কর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বর্ধিত সভাকে ঘিরে জেলা যুবলীগের নতুন নেতৃত্ব কামনা করছেন অধিকাংশ নেতা কর্মী।
এ বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম বদি, বরিশাল বিভাগে দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম ও ডাঃ শামীম আল সইফুল হোসেন সোহাগ ও উপ কমিটির (বিজ্ঞান ও প্রযুক্তি) সম্পাদক রাসেদুল হাসান সুপ্ত ও জহিরুল ইসলামসহ একাধিক যুবলীগ নেতা।

জেলা যুবলীগের আহবায়ক এড.আরিফু জ্জামান রনি জানান, বর্ধিত সভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি শানৃতিপুর্ন পরিবেশে বর্ধিত সভা সফল করার জন্য যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগীতা কামনা করেছেন। এছাড়াও দীর্ঘদিন পর জেলা যুবলীগের বর্ধিত সভা সফল করার জন্য আহবান জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির ১ নম্বর সদ্য এড. হাফিজুর রহমান হাফিজ, ৪ নম্বর সদস্য মো. রেজাউল করিম সোয়েব, জামাল হোসেন ও সুজন এবং সোহাগ জোমাদ্দার সহ অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান