পটুয়াখালীতে তাবলীগ জামাতের ১৩ সদস্যকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

এইচ এম মোশারেফ সুজন,পটুয়াখালীঃ পটুয়াখালীতে তাবলীগ জামাতের ১৩ সদস্যরা অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলেন। চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে দুই দুর্বৃত্ত।

২৪ সেপ্টেম্বর রোজ শনিবার সকালে পৌর শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অসুস্থ ওই ১৩ সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

স্থানীয় ও অসুস্থ তাবলীগ জামাতের সদস্যরা জানান, তাবলীগ জামাতের ১৫ সদস্য বিভিন্ন বিভাগ থেকে পটুয়াখালী আসেন। গতকাল সকালে মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী তারা বটতলা জামে মসজিদে ওঠেন। রাতের খাবারের সময় তাদের সঙ্গে দুই ব্যক্তি যুক্ত হয়। তারা একসঙ্গে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন। এসময় তাদের মধ্যে দুই ব্যক্তি অসুস্থ বোধ করলে তারা তেতুল খেয়ে ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের সময় তেতুল খাওয়া ওই দুই ব্যক্তি ব্যতিত তাদের ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেননি এবং তাদের সাথে যুক্ত হওয়া দুই ব্যক্তিকে আর খুজে পায়নি। তাদের ধারনা, রাতে তাদের সাথে যুক্ত হওয়া দুই ব্যক্তি তাদের খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে টাকা পয়সাসহ সর্বস্ব লুটে নিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান