পটুয়াখালীতে রাতের আধারে বসতঘরে হামলা,রাস্তা ও গাছপালা কাটায় ২২ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে র

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ আরিফ হোসেন টিটু,পটুয়াখালী সদর উপজেলাধীন বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিঠাপুর গ্রামে জমি জমার পূর্ব শত্রুতার জেরে মৃত হাকিম গাজী ওরফে হামেদ গাজীর ছেলে মোঃ মন্নাফ গাজী (৪৪) এর ভোগদখলীয় জায়গায় সন্ত্রসী হামলা চালিয়ে চলচালের মাটির রাস্তা ও বিভিন্ন প্রজাতির রোপনকৃত গাছপালা কেটে বসতবাড়ীতে হামলা করে প্রাণনাশের হুমকি প্রদান করে একই এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনাটি ঘটে ৯ মে ২০২২ইং তারিখ রাত অনুমানিক ৯টায় সময়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আঃ জব্বার নামক একজনকে হাতে লাঠি ও মরিচের গুড়া অবস্থায় আটক করে এবং অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এঘটনায় মন্নাফ গাজী বাদি হয়ে সোলেমান মৃধা (৪৬), আজাহার মৃধা (৬৫), আঃ জব্বার(৪৫), লোকমান সিকদার(৫০), শামসু মৃধা(৫৫), নিজাম মৃধা(৪০), রাসেল মৃধা(৩৪), রাসেল মৃধা(৩০), রুবেল মৃধা(২৮), আঃ রহমান মৃধা(২৫), সোহাগ মৃধা (২১), রোকন হাওলাদার (৩৮), আঃ রহমান সিকদার(৪০), রিয়াজ গাজী(২৭), শাকিল সিকদার(২৬), আল আমিন মৃধা(২০), সুমন মৃধা(২০), হানিফ হাওলাদার (৪৮), ফিরোজ সিকদার(৩০), আঃ মালেক কাজী (৬৮), মোসাঃ সাহিদা বেগম(৪০), নাসির গাজী (৩৫) সহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১০, তারিখ-১০.৫.২২ইং।
বর্তমানে মামলার বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে আইনের কাছে সুবিচার দাবী করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান