পটুয়াখালীতে সাপে দংশনে মৃত পরিবারের মাঝে বনবিভাগের আর্থিক সহয়তা প্রধান

 

মোঃ কাজী মামুন, পটুয়াখালী প্রতিনিধিঃঃ- পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়ন এর নন্দীপাড়া গ্রামে গত ২৭/৫/২০২২ তারিখ জব্বার তালুকদার (৩২) নামে এক ব্যক্তিকে সাপে দংশন করিলে দংশন কৃত জব্বারকে চিকিৎসা নাকরে তাকে ঝাড় ফুঁক দিয়ে সময় কালক্ষপণ করে ৬/৭ ঘন্টা পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারদের কাছে সাপে দংশনের বিষয়টি গোপন রেখে ভুল চিকিৎসা প্রধান করায় জব্বার আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় মৃত্যু বরণ করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে উক্ত বিষয়টি পটুয়াখালী বন-বিভাগের নজরে আসলে ৩০/৫/২২ ইং সোমবার পটুয়াখালী জেলা প্রশাসক,উপকূলীয় বন-বিভাগ পটুয়াখালী মহাদয়ের অনুমতি সাপক্ষে মৃত জব্বার তালুকদার এর পরিবারকে আর্থিক সহয়তা প্রধান করেন। এসময় আর্থিক সহয়তার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা প্রকাশ করেন পটুয়াখালী উপকূলী বন-বিভাগের পক্ষে পটুয়াখালী সদর রেইন্জার প্রণব কুমার মিত্র। আরোও উপস্থিত ছিলেন দশমিনা রেইন্জার অমিতাভ সরকার,বন্য প্রানী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক, ফরেস্ট গ্রাট আলমগীর হোসেন,বোট ম্যান মোঃ জাকির হোসেন। খোঁজ নিয়ে জানা যায় বিগত ১১/৪/২০২২ তারিখ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর আলোকে উক্ত অবৈধ খামারের মালিক জনাব আঃ রাজ্জাক বিশ্বাসের সাপের খামার বন্ধ করার জন্য এবং খামারে চারটি প্রজাতির সকল সাপ প্রায় (৩০০ টি) হস্তান্তর করার নির্দেশ প্রাদন করা হলে তা না করে উক্ত অবৈধ খামার পরিচালনা করে আসছেন রাজ্জাক বিশ্বাস বলে জানা যায়। এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটেরর পরিদর্শক আসিম মল্লিক জানান, রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটিতে কিং কোবরা,অজগর,গোখরা,কেউটে সহ চার প্রজাতির ৩০০টি সাপ পালন ও সাপের বিষ সংরক্ষণ ও পাচার করে আসছিলো বলে তিনি জানান। তিনি আরো বলেন রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি বাংলাদেশের সবচেয়ে বড় সাপের খামার বলে তিনি দাবি করেন। সাপের খামার পরিচালনা কারি মৃত জব্বার তালুকদার পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করার সময়ে স্থানীয় মানুষের মধ্যে জনরোষ তৈরী হয় এবং খামার অপসারণের জোর দাবি উত্থাপন করেন অত্র এলাকাবাসী । আর্থিক সহয়তা প্রধানে আগত বন কর্মকর্তারা জানান, বন-বিভাগ উক্ত খামার বন্ধ করতঃ এবং বিষাক্ত সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা করবে বলে জানান।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান