পটুয়াখালীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক দোকান পাট পুড়ে ছাই

পটুয়াখালীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড শতাধিক দোকান পাট পুড়ে ছাই

এইচ এম মোশারেফ হোসেন সুজনঃপটুয়াখালী জেলা শহেরের পৌর নিউমার্কেটে গত রাত আনুমানিক ৩ঃ৩০ মিনিট এর সময় এ অগ্নি কান্ডশুরু হতে পারে ব্যবসায়ীরা জানান।

৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নি কান্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়।
এ বিষয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক বলেন,
পটুয়াখালী ফায়ার স্টেশনের অধীনে ৪ টি ইউনিট অগ্নি কান্ডকে নিয়ন্ত্রণে না আনতে পেরে বরিশাল অঞ্চলকে অবগত করলে আমার অধিনে দুই টি ইউনিট নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হয়ে ঘন্টা বেপি তৎপরতা চালিয়ে অগ্নি কান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরো বলেন অগ্নি কান্ডের সুত্রপাত কোথা থেকে হয়েছে জানা যায়নি।
এ বিষয় পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ জানান, পটুয়াখালী ও বরিশাল পায়ার স্টেশনের ৬ টি ইউনিট ও স্থানীয় প্রশাসনের যৌথ তৎপরতায় অগ্নি কান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এখনো অগ্নি কান্ডের সুত্র পাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের চেস্টা চলছে।
এ প্রতিবেদক সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখতে পায়,মুদি- মনোহরি দোকান, চালের আরৎ, হার্ডওয়ারি দোকান, খাবার হোটেল, পানের দোকান সহ অনন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় প্রাশাসন ও সিভিল ডিফেন্সের যৌথ প্রচেষ্টা ও আন্তরিকতায় খুবই অল্প সময়ের মধ্যে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান